সারাদেশ

করোনা সতর্কতা: টাঙ্গাইলে মানুষকে ঘরে ফেরাতে পুলিশি এ্যাকশন

টাঙ্গাইলে সরকারি নির্দেশনা মোতাবেক জনসমাগম এড়িয়ে চলতে এবং সামাজিক দূরুত্ব বজায় রাখতে যে নির্দেশনা ছিল সেগুলোর অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে।

বুধবার দুপুরের পর ভূঞাপুরের বিভিন্ন স্থানে আইন অমান্য করে ঘরের বাহিরে অযাচিত চলাফেলা, মাস্ক পরিধান না করা এবং দোকানপাট খোলা রাখায় তাদের বিরুদ্ধে এই অভিযান চালায় পুলিশ।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, আমরা সাধারণ মানুষকে বেশ কিছুদিন ধরে ঘরে থাকার অনুরোধ করে আসছিলাম। সচেতন থাকার পরামর্শ দিয়েছিলাম।

এর পরেও কিছু মানুষ অযাচিত ঘোরাফেরা করছিলেন। তাদেরকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা অমান্য করায় সতর্ক করছি এবং জরুরি পদক্ষেপ নিচ্ছি।

উলেখ্য, মহামারি করোনা ইতো মধ্যে আমাদের দেশকে আক্রমণ করেছে। ফলে এ পর্যন্ত ৫ জন নিহত, ৩৯ জন আক্রান্তের খবর এসেছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button