সারাদেশ

রংপুরে আগুনে পুড়ল পারটেক্সের গোডাউনসহ ৪ দোকান

রংপুরে আগুনে পারটেক্সের গোডাউনসহ চারটি দোকান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর বেতপট্টিস্থ আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীত পাশে এ আগুনের সূত্রপাত। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনীর ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, মানিক বনিকের কাঁচ বিতান গোডাউনে আগুন লাগে শুরুতে। গোডাউনে থাকা পারটেক্স, রং, বার্নিশ থাকায় মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীর ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, মুজিব বর্ষ উপলক্ষে আওয়ামী লীগ অফিসের আতশবাজি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বিষয়টি অস্বীকার করেছেন।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস ঘটনাস্থলে ছুটে আসেন।

দমকল বাহিনীর স্টেশন কমান্ডার সাইফুল ইসলাম বলেন, ২ ঘন্টা ধরে ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিভাবে আগুনের সূত্রপাত হলো তা খতিয়ে দেখা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button