জাতীয়লিড নিউজ

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৭১ জনে।  এছাড়া একই সময়ে নতুন করে ২ হাজার ৯৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।  এ নিয়ে সর্বমোট ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হল।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

নতুন একটিসহ দেশের মোট ৮৬টি ল্যাবের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৩১৭টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ২৭ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হলো।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৫৩৫ জন। এ নিয়ে মোট এক লাখ ৫১ হাজার ৯৭২ জন রোগী সুস্থ হলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। তবে দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button