স্বাস্থ্য

নবজাতকের টিকা নিয়ে দুশ্চিন্তা

মা বাবা দুশ্চিন্তায় থাকেন নবজাতককে যথাসময় টিকা দেওয়া নিয়ে। কখন কোন টিকা, একসঙ্গে এতো টিকা দেওয়া সম্ভব কি না। শিশু অসুস্থ হলে টিকা দেওয়া যাবে কি না এসব বিষয় নিয়ে।

– শিশুর জন্মের এক বছরের মধ্যে আবশ্যক টিকাগুলো দেওয়া শেষ করতে হবে। বিসিজি, ডিপিটি, পোলিও, হেপাটাইটিস বি ও হামের টিকা এছাড়া নিউমোনিয়া, বসন্ত এসব টিকা বাধ্যতামূলক নয়।

– একই টিকার দুটি ডোজের মধ্যে কমপক্ষে ২৮দিনের বিরতি থাকা উচিত।

– একই দিনে একাধিক টিকা দেওয়াতে কোন সমস্যা নেই।

– কোন কারণে তারিখ পার হয়ে গেলেও পোলিও, হেপাটাইটিস বি ডিপিটির টিকা দেওয়া যায়। একবছর হলেও সমস্যা হয়না।

– পোলিওর টিকা মুখে খাওয়ানো হয় বলে ডায়রিয়া থাকলে ২৮দিনের বিরতিতে অতিরিক্ত ডোজ খাওয়ানো হয়।

– বিসিজি টিকা দেওয়ার এক মাসের মধ্যে টিকার স্থানে ঘা হওয়ার কথা।

– সাধারণত ডিপিটি বাম ঊরুতে এবং হেপাটাইটিস ডান ঊরুতে দেওয়া হয়।

– নয় মাস বয়সের আগে হামের মতো র‍্যাশ দেখা দিলে নয় মাস পার করেই হামের টিকা দিবেন।

– ছোটখাটো অসুস্থতা, যেমন : জ্বর, ঠান্ডা, কাশি থাকলে টিকা দেওয়া স্থগিত করার কারণ নেই তবে এইচআইভি কিংবা বড় কোন রোগে আক্রান্ত হলে টিকা দেওয়া স্থগিত করা উচিত।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button