জাতীয়

সাহেদকে নিয়ে এবার জাপানের পত্রিকায় বিশেষ প্রতিবেদন

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তার ব্যাপারে বহু প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। জনসাধারণের কাছ থেকে তথ্য আহ্বানের প্রথম দিনে র‌্যাবের কাছে ৯২টি অভিযোগ জমা পড়েছে।

এদিকে, করোনা টেস্ট প্রতারণা নিয়ে সাহেদের বিতর্কিত কাণ্ড নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা। শনিবার তারা সাহেদকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। দেশের শীর্ষস্থানীয় ওই পত্রিকার নাম মাইনিচি।

বার্তা সংস্থার এপি’র বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করে যে, বাংলাদেশের ক্ষমতাসীন দলের সদস্য সাহেদ নিয়মিত দেশটির বিভিন্ন টেলিভিশনে অংশ নিতেন। করোনা টেস্ট প্রতারণা নিয়ে সাহেদের বিতর্কিত কাণ্ডে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে সে নয় দিন আত্মগোপনে ছিল।

গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button