জাতীয়

করোনায় ডা. মজিবুর রহমান হীরার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরা মারা গেছেন।  রোববার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মমনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া।

জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ ও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরা।  এ অবস্থায় রোববার রাত ১০টার দিকে মারা যান তিনি।

ডা. মজিবুর রহমান হীরা ময়মনসিংহ মেডিকেলের অবসরপ্রাপ্ত এ চিকিৎসক।  তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button