খুলনা বিভাগসারাদেশ

নড়াইলে বীজসহ কৃষি উপকরণ পাচ্ছেন ৬ হাজার প্রান্তিক কৃষক

নড়াইলে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অনেকে।

নড়াইলের তিনটি উপজেলার ছয় হাজার প্রান্তিক কৃষক সার ও আউশ ধানের বীজ পাচ্ছেন। এর মধ্যে সদর উপজেলায় দুই হাজার ১০০ জন, লোহাগড়ায় এক হাজার ৯০০ জন এবং কালিয়া উপজেলায় দুই হাজার কৃষক।

প্রতিজনকে পাঁচ কেজি করে ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button