ময়মনসিংহ বিভাগসারাদেশ

ধোবাউড়ায় বন্যায় প্লাবিত অর্ধশতাধিক গ্রাম

ধেবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত ৫ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম। নেতাই নদীর ভাঙনে তীব্র ¯্রােতে বিধ্বস্ত হয়ে বিপর্যস্ত গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে অনেকেইে তাঁদের পরিবারের শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে রয়েছেন বিপাকে। বানের পানিতে ভেসে গেছে শত শত মৎস্য চাষীর রুপালী স্বপ্ন। উপজেলা মৎস অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ৪১ হেক্টর জমির ফিসারী ও পুকুর তলিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে মৎস চাষীরা। কর্মহীন হয়ে চরম দূর্ভোগে পানিবন্দী অসহায় সাধারণ মানুষ। অন্যদিকে করোনার কারণে সাধারণ শ্রমজীবী পেশার মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আবার ঘরের ভিতর ঢুকছে পানি। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট। বাড়িঘরে পানি ওঠায় গবাদি পশুর আশ্রয়স্থল নিয়ে বন্যাকবলিত মানুষেরা দুর্ভোগে পড়েছেন। গবাদি পশু নিয়ে আত্বীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রনসিংহপুর, রানীপুর, গৌরিপুর, বহরভিটা, বেতগাছিয়া, উদয়পুর, ঘুঙ্গিয়াজুড়ি, রাউতিসহ প্লাবিত অর্ধশতাধিক গ্রামে চৌকির উপর মাচাং বানিয়ে মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী অসহায় মানুষেরা। এনিয়ে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, ধোবাউড়া উপজেলার পানিবন্দী মানুষদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি এবং বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button