রাজশাহী বিভাগসারাদেশ

নাচোলে ৪ টি সিআইজি সমিতির মাঝে পাওয়ার টিলার বিতরণ

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি অফিসের উদ্যোগে ৪ টি “কমন ইন্টারেস্ট গ্রুপ” (সিআইজি) সমিতির মাঝে পাওয়ার টিলারসহ কৃষি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। ২৮ জুন রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম-২ প্রজেক্ট (এনএটিপি-২)এর এআইএফ-২ ফান্ডের আওতায় নির্বাচিত ৪ টি সিআইজি সমিতির মাঝে ১৯ লাখ ৮৭ হাজার ৫ শ’ টাকার কৃষি চাষের উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ইউএনও সাবিহা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোর কল্লোল সরকার। এসব উপকরণের মধ্যে ৬ টি পাওয়ার টিলার ও ২টি ট্রলিসহ পাওয়ার টিলার, ২টি পাওয়ার ঠেসার, ১টি লোলিপ পাম্প (এলএলপি শ্যালো মেশিন) এবং ১০০টি প্লাস্টিক ক্যারেট। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, এসব কৃষি উপকরণের বিপরিতে এনএটিপি ৭০% এবং সংশ্লিষ্ট সিআইজি সমিতি ৩০% মূল্য পরিশোধ সাপেক্ষে উপজেলার ৪ টি “কমন ইন্টারেস্ট গ্রুপ” (সিআইজি)এর উন্নয়নে কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। সিআইজিগুলো হচ্ছে, খোলসী পুরুষ সিআইজি সমবায় সমিতি, পুকুরিয়াপাড়া পুরুষ সিআইজি সমবায় সমিতি, চন্দনা পুরুষ সিআইজি সমবায় সমিতি এবং দোগাছি মহিলা সিআইজি সমবায় সমিতি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button