খেলা

গাভাস্কারের বাতিলের খাতায় ‘বুড়ো’ ধোনি

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের পর আপাতত খেলার বাইরে থাকলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি মহেন্দ্র সিং ধোনি।

অবসরের ব্যাপারটি ঝুলিয়ে রাখায় অনেকের ধারণা, ভারতের হয়ে আরেকটি বড় টুর্নামেন্টে খেলতে চান এই কিপার-ব্যাটসম্যান। সেটি হতে পারে ২০২০ টি ২০ বিশ্বকাপ।

কিন্তু ধোনিকে আর সুযোগ দিতেই নারাজ ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার। ভবিষ্যতে চোখ রেখে ‘বুড়ো’ ধোনিকে বাতিলের খাতায় ফেলে তারুণ্যে বিনিয়োগের পরামর্শ তার।

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ধোনির জায়গায় সুযোগ পেয়ে তেমন কিছু করে দেখাতে পারেননি তরুণ কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত।

তবু ২০২০ টি ২০ বিশ্বকাপে গাভাস্কারের প্রথম পছন্দ পন্ত, ‘আমাদের এখন সামনে তাকাতে হবে। ধোনির সময় শেষ। অন্তত আমার দলে জায়গা হবে না ধোনির।যদি টি ২০ বিশ্বকাপ নিয়ে কথা বলেন, অবশ্যই আমি ঋষভ পন্তকে বেছে নেব। যদি বিকল্পের কথা বলেন, সঞ্জু স্যামসন আছে। সামনে এগোতে তারুণ্যকে অগ্রাধিকার দিতে হবে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনেক। কিন্তু তার সময় শেষ।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button