রংপুর বিভাগসারাদেশ

লকডাউন পরবর্তী সৈয়দপুর বিমানবন্দরে আজ থেকে বিমান চলাচল শুরু

নীলফামারী জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো যাত্রী পরিবহনে নীলফামারীর সৈয়দপুর থেকে বিমান চলাচল শুরু হয়েছে।
আজ সোমবার ওই বিমান বন্দর থেকে অভ্যন্তরীন ঢাকা রুটে বিভিন্ন এয়ারলাইন্স তাদের যাত্রী পরিবহন শুরু করেছে। জানা যায়, পূর্বে ওই রুটে প্রতিদিন ১১ টি ফ্লাইট যাওয়া আসা করলেও আজকে সিডিউল রয়েছে ৮টি। এর মধ্যে নভোএয়ারের ৫টির মধ্যে ৩টি, ইউএস বাংলার ৫টির মধ্যে ৩টি এবং বিমান বাংলাদেশের ৩টি। তবে বিমান বাংলাদেশ দুপুরের একটি ফ্লাইট সিডিউল বাতিল করে। ইতোমধ্যে সকালে ঢাকা থেকে নভোএয়ার, বিমান বাংলাদেশ ও ইউএস বাংলার ১টি করে ফ্লাইট ৯৯ জন যাত্রী নিয়ে সৈয়দপুরে অবতরণ করে। বিকেলেও ওই এয়ার লাইন্সগুলো একটি করে বিমান ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে যাত্রী পরিবহন করবে। এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দত্ত বলেন, এয়ার লাইন্সগুলোকে সামাজিক দুরত্ব বজায় রাখতে ৩ সিটে ২ জন এবং ২ সিটে ১ জন করে যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহনে বিমানবন্দর টার্মিনালকে প্রস্তুত করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button