জাতীয়

নকল হ্যান্ড স্যানিটাইজারের খোঁজে মিটফোর্ডে র‌্যাবের অভিযান

রাজধানীর আরমানিটোলা এবং মিটফোর্ট এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টা থেকে এ অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।
আখতারুজ্জামান জানান, করোনা প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ট এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছে। কার্যকর উপাদান না থাকায় এসব নকল স্যানিটাইজার কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
জানা গেছে, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে আইসোপ্রোপলি অ্যালকোহল দিতে হয়। কিন্তু  ফ্লেভার, রং এবং স্পিরিটি মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় নকল হ্যান্ডরাব কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। ওই কারখানা থেকে লক্ষাধিক বোতল নকল হ্যান্ডরাব জব্দ, তিনজনকে কারাদণ্ড ও একজনকে আর্থিক জরিমানা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button