সারাদেশ

খাগড়াছড়িতে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির ২য় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা নেগেটিভ, আবারও পরিক্ষা জন্য নমুনা সংগ্রহ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার দীঘিনালায় প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমা নমুনা সংগ্রহ প্রথমবারে পজেটিভ ধরা পড়লেও দ্বিতীয় বারের নমুনায় ফলাফল নেগেটিভ এসেছে।
গত ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে আজ (৩ মে) রবিবার নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত ২২ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হলে ২৯ এপ্রিল তা পজেটিভ ধরা পড়ে। করোনাভাইরাস আক্রান্ত ব্যাক্তির নাম এরশাদ চাকমা (৩৫)| সে নারায়নগঞ্জের ‘অনন্ত ওয়াসিং” নামের একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সে উপজেলার কামাকোছড়া গ্রামের ব্রিঙ্গরাজ চাকমার ছেলে।
জানা যায়, গত ১৭ এপ্রিল/২০ ইং তারিখ নারায়নগঞ্জের আদমজি থেকে স্ত্রীসহ রওয়ানা দিয়ে ১৮ এপ্রিল দীঘিনালা এসে পৌঁছে। পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে কামাকোছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণ করা হয়। ওই বিদ্যালয়ের ভবনে সে স্ত্রীসহ ১০ জন অবস্থান করেন। এছাড়া এ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনে ৪৫জন অবস্থান করছেন।
এদিকে গত ১লা মে শুক্রবার হোটেল ইউনিটিকে আইসোলেশন কেন্দ্র ঘোষণা করে এরশাদ চাকমাকে আইসোলেসনে আনা হয়। এ ব্যাপারে এরশাদ চাকমা জানান, আমি প্রথম থেকেই নিজেকে পুরোপুরি সুস্থ মনে করছি। আমার হাঁচি কাশি বা জ্বর এ ধরনের কোন উপসর্গ ছিলো না।
খাগড়াছড়ির  সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান গত ২২ এপ্রিল প্রথমবার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে ২৯ এপ্রিল করোনা ভাইরাসের নমুনা পজেটিভ ধরা পড়ে। পরে আবার ১ এপ্রিল দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রোববার (৩ মে) ফলাফল নেগেটিভ আসে। তৃতীয় দফা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button