আন্তর্জাতিক

আক্রান্তের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেলো ভারত

করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বে এখন চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৭৫৪।
এর আগে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে ছিল যুক্তরাজ্য, সেখানে এখন আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯১ হাজার ৫৮৮ জন।
ভারতের আগে এখন রয়েছে রাশিয়া, ব্রাজিল এবং আমেরিকা। রাশিয়ায় বর্তমানে রয়েছে চার লাখ ৯৩ হাজার এবং ব্রাজিলে সাত লাখ ৭২ হাজার আক্রান্ত।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ মে এর পর থেকে ভারতের বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেইসময় প্রথম ১০টি আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়ে ভারত। মাত্র ১৮ দিনে চতুর্থ স্থানে গেল দেশ।
গত কয়েক সপ্তাহে, ভারতে নয় হাজারের এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্ত ৯,৯৯৭ জন।
গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস, পরে সেটি বৈশ্বিক মহামারিতে পরিণত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button