খুলনা বিভাগসারাদেশ

‘কঠোর হস্তে অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করা হবে’-নড়াইলের পুলিশ সুপার

নড়াইল জেলায় অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
এছাড়া উপস্থিত ছিলেন-নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, নড়াইল-২ আসনের এমপির বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং জনপ্রতিনিধিরা।

মতবিনিময় সভায় মাদকদ্রব্য বেচাকেনা, গ্রাম্য কোন্দল, বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন, জমি জালিয়াতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন জনপ্রতিনিধিরা।

এ সময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, কঠোর হস্তে অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button