জাতীয়

করোনায় সোহরাওয়ার্দী মেডিকেলের সাবেক পরিচালকের মৃত্যু

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. একেএম মুজিবুর রহমান মারা গেছেন।

মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

দেশবরেণ্য এ মেডিসিন বিশেষজ্ঞ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) মুখপাত্র ও যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এফডিএসআর হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জন চিকিৎসক মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫ জন চিকিৎসক।

এদিকে সরকারি হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৮টা নাগাদ দেশে ৯০ হাজার ৬১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২০৯ জন।

ডা. মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button