আন্তর্জাতিক

এবার করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোয়া গোমেজ নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন মনক্লোয়া প্যালেস থেকে রবিবার জানানো হয়েছে, পেদ্রোর সঙ্গে বেগোয়া মাদ্রিদেই আছেন। তার শরীর ‘ভালো’ বলেও নিশ্চিত করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, কভিড-১৯ মোকাবিলায় স্পেনে এখন জরুরি অবস্থা চলছে। আরও ১৪ দিন এভাবে থাকবে।

দ্য সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের লাইভ ড্যাশবোর্ড থেকে জানা গেছে, স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫১৭ জন।

ড্যাশবোর্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য যোগ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের বিভিন্ন অধিদপ্তরের ডেটা দেখিয়ে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৫ হাজার ৮৩৩ জন মানুষ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩০০ রোগী।

চীনের পর দক্ষিণ কোরিয়ার অবস্থা বেশি নাজুক ছিল। কিন্তু গত কয়েক দিনে সেখানেও আক্রান্তের সংখ্যা কমছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৬ জন আক্রান্ত হয়েছেন।

মোট ৮ হাজার ১৬২ জন মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় ৭৬ জন মারা গেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button