আইন-আদালত

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

১৬৫ কোটি টাকা পাচার অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক সহ ৮ জনের বিরুদ্ধে দুদকের করা মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক পরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, ওই চার্জশিটের অভিযুক্তরা হলেন- এবি ব্যাংকে সাবেক চেয়ারম্যান এম. ওয়াহিদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, সাবেক হেড অব কর্পো. ট্রেজারী আবু হেনা মোস্তফা কামাল, হেড অব কর্পো. ট্রেজারী ভিপি মোহাম্মদ মাহফুজ উল ইসলাম, হেড অব ওবিইউ মোহাম্মদ লোকমান, আটলান্টিক এন্টারপ্রাইজ এবং স্কাই আ্যাপারেল লিমিটেডের মো. সাইফুল হক, তদন্তে আগত এবি ব্যাংক পরিচালক সৈয়দ আফজাল হাসান উদ্দিন।

মামলাটি ২৫ জানুয়ারি ২০১৮ সালে মতিঝিল (ডিএমপি) থানা করা হয়েছিল। মামলা দায়ের করেছেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। এর তদন্ত কর্মকর্তাও তিনি।

দুদক সূত্রে জানা গেছে, চার্জশিটের অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ভূয়া অফসোর কোম্পানিতে বিনিয়োগের আড়ালে ২০ মিলিয়ন মাকিন ডলার ও কনসালটেন্সি ফি বাবদ ২৫ হাজার ডলার নিয়ে মোট ২০ দশমিক শূন্য ২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৬৫ কোটি টাকা) এবি ব্যাংকের অফসোর ব্যাংকিং ইউনিট শাখা চট্টগ্রাম হতে চেঙ বাও জেনারেল ট্রেডিং এলএলসি (Cheng Bao General Trading LLC) নামক প্রতিষ্ঠানের নামে দুবাইয়ের এডিসিবি ব্যাংকের একটি হিসাবের মাধ্যমে দুবাইতে পাচার করে।

এবং ওই পাচার অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপনপূর্বক আত্মসাৎ করায় কমিশন তাদের আট জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button