আন্তর্জাতিক

টাকা থেকেও করোনাভাইরাস ছড়াতে পারে: ডব্লিউএইচও

টাকা এক ব্যক্তির হাত থেকে আরেক ব্যক্তির হাতে যায়। এর ফলে করোনাভাইরাস ছড়াতে পারে বলে সাবধান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আর তাই করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে নগদ লেনদেন এড়িয়ে এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

সোমবার রাতে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, টাকা দিয়ে লেনদেন করার পর ভালোভাবে হাত ধোয়া উচিত। নইলে হাতে লেগে থাকা জীবাণু আরেক ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে।

ইতোমধ্যে ব্যাংক অব ইংল্যান্ড তাদের গ্রাহকদের নগদ টাকা ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে। নগদ টাকায় ব্যাকটেরিয়া বা ভাইরাস লেগে থাকতে পারে বলে সতর্ক করেছে তারা।

করোনাভাইরাস ঠেকাতে গত মাস থেকে চীন ও দক্ষিণ কোরিয়া তাদের জনগণকে নগদ লেনদেনে নিরুৎসাহিত করছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button