আন্তর্জাতিক

নেপালে চার মাসের লকডাউন প্রত্যাহার

নেপাল কোভিড-১৯ সংক্রমণ রোধে ২৪ মার্চ থেকে চলা প্রায় চার মাসের লকডাউন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন প্রবীণ মন্ত্রিপরিষদ সদস্য।

নেপাল সরকার সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায় দেশটির প্রায় সব অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

নেপাল সরকারের মুখপাত্র এবং অর্থ ও যোগাযোগমন্ত্রী যুবরাজ খতিওয়াদা সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে মন্ত্রিপরিষদের বৈঠকে এ লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

নেপাল সরকার ২৪ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন দিয়েছিল। কিন্তু জুনের পর থেকে সরকার লকডাউন ধীরে ধীরে এবং পর্যায়ভিত্তিক শিথিল করা শুরু করে।

নেপালে সাম্প্রতিক দিনগুলোতে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা হ্রাস পাওয়ায় মন্ত্রিসভা থেকে এ সিদ্ধান্ত এসেছে।

দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মতে, মঙ্গলবার পর্যন্ত মোট ১৭ হাজার ৯৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, নেপাল সরকার কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটন খাতে বেশির ভাগ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। এ পরিষেবা পুনরায় চালু করার জন্য ট্রেকিং, ভ্রমণ এবং পর্বতারোহণ খাতও খুলে দিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button