আন্তর্জাতিক

পুরো বাঁধ রোবট দিয়ে তৈরি করবে জাপান

জাপানের পাঁচ বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠানের অন্যতম ওবায়শি কর্পোরেশন শ্রম ঘাটতির কারণে প্রায় পুরোপুরি রোবট দিয়ে একটি বাঁধ তৈরি করছে বলে নিক্কেই এশিয়ান রিভিউ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বাঁধ প্রকল্পটি জাপানের মূল দ্বীপের দক্ষিণ-পূর্বে মাই প্রিফেকচারে অবস্থিত।

৮৪ মিটার উচ্চতা সম্পন্ন এ বাঁধটির কাজ ২০২৩ সালের মার্চ মাসে সমাপ্ত হবে।

ওবায়শি এটি নির্মাণে বিভিন্ন ধরনের রোবোটিক এবং অটোমেশন প্রযুক্তি পরীক্ষা করবে। তারা বাঁধ তৈরির কংক্রিট স্তরগুলো স্ট্যাক করার জন্য স্বয়ংক্রিয় সরঞ্জাম তৈরি করেছে। প্রক্রিয়াটিকে আরও সহজ করার জন্য কংক্রিট তৈরির সিমেন্টের সাথে বালি এবং নুড়ি মিশ্রিত করার জন্য সাইটের কাছাকাছি একটি প্লান্ট তৈরি করা হয়েছে।

বাঁধ তৈরির জন্য বছরের পর বছর অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জন প্রয়োজন।

ওবায়শির অটোমেটেড সিস্টেমটি বাঁধ নির্মাণের পাশাপাশি অন্যান্য কাজে গেম-চেঞ্জার হতে পারে বলে আশা করা হচ্ছে।

ওবায়শির বাঁধ প্রযুক্তি ইউনিটের প্রধান আকিরা নাইতো বলেন, ‘মেশিনগুলোতে বিশেষজ্ঞ কৌশল স্থানান্তরিত করার মাধ্যমে আমরা তা বিশ্লেষণ করতে সক্ষম হয়েছি যা এককালে অন্তর্নিহিত জ্ঞান ছিল।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button