আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর পর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্তের খবরের কয়েক ঘণ্টা পর দেশটির স্বাস্থ্যমন্ত্রীর করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তার টুইটারে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন। টুইটারে তিনি বলেন, ‘করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না আমার শরীরে। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করব।’ খবর: বিবিসি

এরআগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার টুইটারে এক ভিডিওবার্তায় নিশ্চিত করেন তিনি নিজেই।

বিবিসির খবরে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শে বরিস জনসন করোনার পরীক্ষা করান। এরপর তার শরীরে কোভিড-১৯ এ সংক্রমণ ধরা পড়ে।

টুইটে বরিস লিখেছেন, গত ২৪ ঘণ্টায় তার করোনায় আক্রান্ত হওয়ার মৃদু লক্ষণ ছিল। পরীক্ষা করানোর পর কোভিড-১৯ পজিটিভ আসে।

লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, জনসনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের ‘মৃদু উপসর্গ ‘ দেখা দিয়েছে। তিনি ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে অর্থাৎ সবার থেকে আলাদা হয়ে থাকবেন।

তবে করোনাইরাস সংকট মোকাবিলায় ব্রিটেনের সরকারের প্রয়াসের নেতৃত্ব তিনিই দেবেন বলে বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটির ব্যক্তিগত পরামর্শে জনসন করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করান। ব্রিটেনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএসের কর্মীরা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটেই এই টেস্ট করান।

বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী জনসনকে সবশেষ প্রকাশ্যে দেখা যায়।

ব্রিটেনে এ পর্যন্ত ১১ হাজার ৬শরও বেশি করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে এবং ৫৭৮ জন মারা গেছেন

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button