আন্তর্জাতিক

ফিলিপাইনে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব ৮ যাত্রী নিহত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় টোকিওগামী একটি অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়েছে এর সব আরোহী প্রাণ হারিয়েছেন।

রোববার রাত ৮টার দিকে বিধ্বস্ত ওই বিমানে ৮ জন আরোহী ছিলেন। এর মধ্যে রোগী, চিকিৎসক, নার্স ও বিমান ক্রু ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় এতে আগুন ধরে যায়। এ সময় লায়ন এয়ারের ফ্লাইট আরপিসি-৫৮৮০ অ্যাম্বুলেন্স বিমানটির সব যাত্রী মারা যান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটিতে একজন রোগী, একজন চিকিৎসক, তিনজন স্বাস্থ্যকর্মী ও তিনজন ক্রু ছিলেন।

এটি জাপানের রাজধানী টোকিওর প্রাণকেন্দ্রে অবস্থিত হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্যেশে উড্ডয়ণ করছিল।

ম্যানিলা বিমানবন্দরের ২ নম্বর রানওয়ে থেকে উড্ডয়ণের সঙ্গে সঙ্গে যান্ত্রিক ত্রুটির কারণে এটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়ে এর সব আরোহী নিহত হন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button