রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে উন্নয়ন, সম্ভাবনা ও বঞ্চনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের ‘উন্নয়ন, সম্ভাবনা ও বঞ্চনা ‘ শিরোনামে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় ‘সাপ্তাহিক আলাপন’ পত্রিকার প্রকাশনার ৩০ বছর উপলক্ষে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সৈয়দপুর প্লাজা নামের শপিং কমপ্লেক্সে অবস্থিত রেডচিলি চাইনিজ রেস্টুরন্টে অনুষ্ঠিত ওই গোলটেবিল বৈঠকে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওই পত্রিকার সম্পাদক আমিনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আধ্যাপক শাখাওয়াত হোসেন খোকন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রুহুল আলম, বনিক সমিতির সভপতি ইদ্রিস আলী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবলু সরকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নীলফামারী জেলা শাখার সভাপতি ডা: শেখ নজরুল ইসলাম, বিএমএর সৈয়দপুর শাখার সভাপতি ডা: মাহবুবুল আলম দুলাল, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াৎ শাহ,স্থানীয় ইংরেজী সাপ্তাহিক নর্থ বেঙ্গল পত্রিকার সম্পাদক মেহেরুন নেসা, সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামিম রহমান, কৃষক লীগ নেতা পিকে সাইদুর, সাংবাদিক নজরুল ইসলাম, রেজা মাহমুদ, মিজানুর রহমান মিলন, আমিরুল হক, গোপাল চন্দ্র রায়, ওমর ফারুক, ওয়ালিউর রহমান রতনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ তদের বক্তব্য তুলে ধরেন। বৈঠকে সৈয়দপুরকে জেলা করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, ব্যবসায়িক শহর ও শিক্ষানগরী হিসেবে পরিচিত এই শহরে রয়েছে অসংখ্য শিল্পও ক্ষুদ্র ক্ষুদ্র গার্মেন্টস কারখানা। অথচ সৈয়দপুরকে নানাভাবে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করা হচ্ছে। উপজেলার গর্ব বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করার ষঢ়যন্ত্র করা হচ্ছে, একে একে সরকারী প্রতিষ্ঠানগুলো অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। বক্তারা আরও বলেন প্রথম শ্রেণির পৌরসভা হিসবে পৌরকর দিলেও নাগরিকরা জলাবদ্ধতা, ড্রেনেজ অব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত। বৈঠক দৃশ্যমান ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলোও চিহ্নিত করা হয়। প্রধান অতিথি বলেন, বৈঠকে বক্তাদের কাছ থেকে আসা বঞ্চনা ও সম্ভাবনাগুলো লিখিত আকারে জাতীয় সংসদে এবং মাননীয় প্রধানমন্ত্রী কাছে তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন’ দৈনিক প্রথম আলো ‘পত্রিকার সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলা প্রতিনিধি এম আর আলম ঝন্টু।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button