আন্তর্জাতিক

ভারতের সামনে নজির বিহীন অর্থনৈতিক সংকট

চলতি বছরে ভারতীয় অর্থনীতি নজিরবিহীন সঙ্কটে পড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, এ বছর ভারতীয় অর্থনীতির ৪.৫ শতাংশ হারে সঙ্কোচন হবে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সারাদেশে লকডাউন ঘোষণা করে ভারত সরকার, যার ফলে যাবতীয় অর্থনৈতিক প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায়। ভারতীয় অর্থনীতির বেহাল অবস্থার কারণ হিসেবে এই যুক্তি দিয়েছে আইএমএফ। তবে এর মধ্যেও আশার আলো দেখিয়েছে সংস্থাটি।

আইএমএফ জানিয়েছে, ২০২১ সালে ৬% বৃদ্ধির হার নিয়ে ভারতের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে। সেই সঙ্গে গোটা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও যে ৪.৯ শতাংশ সংকুচিত হবে বলেও জানানো হয়েছে।

চলতি বছরের এপ্রিলে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক পূর্বাভাসের তুলনায় যা ১.৯ শতাংশ কম। এ দিন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সংশোধিত সংস্করণ প্রকাশের পর আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, ২০২০ সালে ভারতীয় অর্থনীতির ৪.৯ শতাংশ হারে সংকোচন হবে, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। আগামী বছর বিশ্ব অর্থনীতি ৫.৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানান তিনি। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সর্বনিম্ন মাত্রায় পৌঁছাবে বলে জানিয়েছে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ।

চলতি অর্থবছরে এ দেশের আর্থিক বৃদ্ধি ৫.৩ শতাংশ হারে (-৫.৩ শতাংশ) সংকুচিত হবে বলে জানিয়েছে রেটিং সংস্থাটি। এর জন্য করোনাভাইরাস সংক্রমণকেই দায়ী করেছে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ।

এর আগে গত এপ্রিল বিশ্বব্যাংক জানায়, করোনাভাইরাসের প্রকোপে ভারতীয় অর্থন‌ীতি ব্যাপক সংকটের মুখে পড়েছে। আগে থেকে দেশটির অর্থনীতিতে যেসব সংকট ছিল সেগুলো আরও ব্যাপকহারে দেখা দিচ্ছে বলে জানানো হয়।

করোনা দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে যেসব প্রভাব ফেলছে এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বিশ্বব্যাংক ধারণা করছে, ভারতের অর্থনীতির গতি পাঁচ শতাংশ হ্রাস পাবে ২০২০ সালেই। ২০২১ অর্থবর্ষে ২.৮ শতাংশ বৃদ্ধি হ্রাসের আশঙ্কাও করেছে বিশ্বব্যাংক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button