আন্তর্জাতিক

ভারতে এক সবজি বাজার থেকেই করোনায় আক্রান্ত ২,৬০০ জন

ভারতের তামিলনাড়ুর একটি পাইকারি সবজি বাজারের লোকজনের স্বাস্থ্য পরীক্ষায় ২,৬০০ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

চেন্নাইয়ে কোয়ামবেদুর এই বাজারকে এখন করোনাভাইরাস সংক্রমণের হটস্পট ঘোষণা করে কড়াকাড়ি আরোপ করা হয়েছে। সংবাদ: এনডিটিভি

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জে রাধাকৃষ্ণন এনডিটিভিকে জানান, বাজারের দোকানদার-খরিদ্দারসহ তাদের সংস্পর্শে আসা সবার ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। তাতেই ২,৬০০ জন করোনাভাইরাস ‘পজিটিভ’ হয়েছেন। এরই মধ্যে ২ লাখ ৬০ হাজার জনের পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষার ফল আসা এখনো অনেকেরই বাকি। তাতে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাজারটিতে হাজার হাজার মানুষের ভিড় জমে। করোনাভাইরাস ঠেকাতে অন্য এলাকার মতো এ বাজারেও সতর্কতা জারি ছিল। কিন্তু সেসব উপেক্ষা করেই চলছে বাজার। ফলে বাজারের লোকজনের ভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় তামিলনাড়ু ভারতের সংক্রমিত রাজ্যর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার সকালে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসেবে, রাজ্যটিতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯২২৭। মৃতের সংখ্যা ৬৪। বস্তি ও ঘনবসতি এলাকায় সংক্রমণ ঠেকানোই এখন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button