আন্তর্জাতিক

ভারতে রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো বিমান, পাইলটসহ নিহত ১৯

ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেছে দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার সন্ধ্যায় অবতরণের সময় বিমানটি পিছলে একটি খাদে পড়ে।

এই দুর্ঘটনায় বিমানের দুই জন পাইলটসহ অন্তত ১৯ জনের মৃত্য হয়েছে।

দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৩৫ জন ক্রু সদস্যসহ মোট ১৯০ জন যাত্রী ছিলেন।

বিমান বিপর্যয়ের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেন, “কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। সবরকম সাহায্য করা হচ্ছে।”

একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মোদি।

মুখ্যমন্ত্রী বিজয়ন বলেছেন, “কোঝিকোড় বিমানবন্দরে উদ্ধারকাজের জন্য পুলিশ ও দমকলকে জরুরি ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছি। উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে।”

আবহাওয়া প্রতিকূল ছিল। কিন্তু তার মধ্যেই সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ দুবাই থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স- ১৩৪৪ অবতরণের করে। কিন্তু বিমানটি পিছলে গিয়ে ৩৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দৃশ্যমানতা দু’হাজার মিটার ছিল ও জোরে বৃষ্টি পড়ছিল। সেই সময়ই ১০ নম্বর রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি। উদ্ধার কাজ চলেছে প্রায় রাত ১১টা পর্যন্ত।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button