খেলা

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছিলো বাংলাদেশ নারী দল। কিন্তু শেষ ম্যাচে ২৮ রানে হোয়াইটওয়াশ হয়েছে সালমা খাতুনরা।

লাহোরে বুধবার আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৭ রান করেছিলো পাকিস্তান। জবাবে বাংলাদেশ করতে পারে ৮ উইকেটে ৮৯ রান।

টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ১৯ রানেই হারিয়েছিলো ২ উইকেট। এরপর ৬৭ রানের একটা জুটি গড়েন জাভেইরা খান ও উমাইমা সোহেল। এ জুটি ভাঙার পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা।

৪৮ বলে ৭ চারে সর্বোচ্চ ৫৪ রান করেন জাভেইরা। ২৯ বলে ২ চার ও এক ছক্কায় ৩১ রান করেন সোহেল। বাংলাদেশের হয়ে জাহানারা আলম ৪ ওভারে ১২ রানে নেন ৩ উইকেট। ১৯ রানে ২ উইকেট নেন রুমানা আহমেদ।

লক্ষ্য তাড়ায় ১২ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। এরপর ৫৩ রানের জুটি গড়েছিলেন নিগার সুলতানা ও ফারজানা হক। কিন্তু বাংলাদেশ জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি কখনোই। নিগার ৩০ ও ফারজানা করেন ২৭ রান।

একই মাঠে আগামী ২ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button