আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ছুরি হামলায় একজন নিহত, আহত ৭

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে ছুরি হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আরও সাত জন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় আহত একজন পুরুষ ও নারীর অবস্থা গুরুতর। তবে বাকি পাঁচ জনের আঘাত বেশি গুরুতর নয়। আহতরা যাতে দ্রুত চিকিৎসা সুবিধা পায় তা নিশ্চিত করছে পুলিশ।

আচমকা ভিড়ের মধ্যে ছুরি নিয়ে হামলায় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এক ব্যক্তি। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এক নয়, ওই রাতে একাধিক ছুরি হামলার ঘটনা ঘটেছে শহর জুড়ে। মোটামুটি রাত সাড়ে বারোটা থেকে আড়াইটের মধ্যে ঘটনাগুলি ঘটে। প্রথম হামলার খবর মেলে শহরের হার্স্ট স্ট্রিট এলাকায়।

বার্মিংহাম পুলিশ প্রধান সুপার স্টিভ গ্রাহাম জানিয়েছেন, হামলাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।  লোকজনকে আশ্বস্ত করতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, এক ব্যক্তি দুই ঘণ্টা ধরে শহরের কেন্দ্রস্থলে ছুরি হামলার এ ঘটনা ঘটিয়েছে, তারপর থেকে সে পলাতক আছে। সবগুলো ঘটনার জন্য তারা একজন সন্দেহভাজনের খোঁজ করছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button