রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে মুসলিম এইডের করোনায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ সহায়তা প্রদান

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৩ লক্ষ ৩৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী সংস্থা মুসলিম এইডের উদ্যোগে নগদ ওই অর্থ সহয়তা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১১৩ জনের হাতে নগদ ৩ হাজার টাকা করে তুলে দেন। এতে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিনিধি আহমেদ আলী, ইএসডিও জোনাল ম্যানেজার লোকমান হোসাইন, প্রকল্প সমন্বয়কারী শামসুল হক, এমআরও গৌতম কুমার রায়, সুভা’র নওশাদ আনসারী প্রমুখ।
এর আগে পল্লী এলাকার ৪৭৮ জন দুস্থদের মাঝে কম্বল, শিশুদের শুয়েটার, গরম টুপি, ১০টি করে সাবান, হুইল পাউডার, ৫০টি মাস্ক, ১টি ভ্যাসলিন, বৃদ্ধদের উলের মোজা ১ জোড়া, ক্যারিং ব্যাগ ১টি, ট্যাপ ঢাকনাসহ ১টি বালতি, ১টি মগ, স্যানেটারি ন্যাপকিন ২ প্যাকেট, করোনা বিষয়ক লিফলেট সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগী বিতরণ করে ওই সংস্থাটি।
মুসলিম এইডের প্রতিনিধি আহমেদ আলী বলেন, প্রথম পর্যায় এ উপজেলায় অসহায়দের মাঝে এ সহায়তা দেয়া হয়েছে । পর্যায়ক্রমে আমরা আরও বাছাইকৃতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button