আন্তর্জাতিকলিড নিউজ

যুক্তরাষ্ট্রে করোনায় ১০৩১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩১ জন। আর করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫৭২ জন।

বুধবার পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালিত জরিপে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই জরিপে কয়েক ঘণ্টা আগে ৮২৭ জন আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

করোনায় আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে চীন ও ইতালির পর তৃতীয় সর্বোচ্চ অবস্থানে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ। তবে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে মৃত্যুর হার আরও কম হবে।

এদিক সিএনএনের খবরে বলা হয়েছে, করোনায় সংক্রমিত হয়ে গত বুধবার দেশটিতে ২২৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে যুক্তরাষ্ট্রে এটাই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

এর আগে দিন মঙ্গলবার মারা যান ১৬৪ জন।

করোনায় সংক্রমিত অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম হলো নিউইয়র্ক। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিউইয়র্কেই ২৮০ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত সারা বিশ্বে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button