আন্তর্জাতিক

সাময়িক বরখাস্ত হচ্ছেন ব্রিটিশ এয়ারওয়েজের ৩৬ হাজার কর্মী

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। আর এতে অন্যান্য খাতের মতো ক্ষতির মুখে পড়েছে বিমান চলাচল শিল্প। এমন পরিস্থিতিতে প্রায় ৩৬ হাজার কর্মীকে সাময়িক বরখাস্ত করতে যাচ্ছে যুক্তরাজ্যর সব চেয়ে বড় এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা সংকটের মধ্য দিয়ে কর্মীদের ইউনিয়নের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় ধরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন চুক্তি হয়নি।
যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪শ ৭৪ জন। মারা গেছেন ২ হাজার৩শ ৫২ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button