রংপুর বিভাগসারাদেশ

বিরামপুরে গাঁজা ও ফেন্সিডিল সহ ৪ মাদক বিক্রেতা আটক

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের অবৈধ মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযানে দুটি আলাদা স্থান থেকে গাঁজা ও ফেন্সিডিল সহ ৪ (চার) জন চিহ্নিত মাদক বিক্রেতা আটক হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নির্দেশে এস,আই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর (তালপুকুর) গ্রামে মৃত ওয়ারেস সরকারের ছেলে রেজোয়ান ওরফে রিজুর বসতবাড়িতে একই গ্রামের নুর ইসলামের ছেলে সাকিরুল ইসলাম (৩৮) এবং রেজোয়ান ওরফে রিজুর স্ত্রী রাবেয়া বেগম (৩০)- কে ৫শত গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন। এসময় রেজোয়ান ওরফে রিজু পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত ২জন ও পলাতক ১জন সহ ৩জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।
অপর একটি অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে এস,আই হরিদাস বর্মণের নেতৃত্বে নারী সদস্য সহ পুলিশের একটি টিম পৌর শহরের ঘাটপাড় ব্রীজের পূর্ব দিকে চার রাস্তার মোড়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ২জন নারী মাদক বিক্রেতাকে আটক করে। আটককৃত ২জন নারী মাদক বিক্রেতার ১জনের কোলের শিশু সন্তান এ সময় তাদের সাথে ছিলো। আটককৃত ২জন হলেন, বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মৌজার কেডিসি এলাকার সাইফুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৪০) এবং আব্দুল কাদের জিলানী ওরফে শিপলু মাস্টারের স্ত্রী মিশু আক্তার (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সকল আসামিকে শুক্রবার (২৫ জুন) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানিয়েছেন, ভারত সীমান্তবর্তী বিরামপুর থানা এলাকায় মাদক নির্মূলে থানা পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব‍্যহত থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button