লিড নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস: ঢাকা নদীবন্দরে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ার আশঙ্কায় ঢাকা নদীবন্দরে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার বিকেলে সদরঘাটে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। এরপর সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটের সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার উপদেষ্টা কামাল হোসেন, ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুন আল রশীদ, সদস্য ও গাজী সালাউদ্দিন লঞ্চের পরিচালক বাবু গাজী, বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (সিবিএ) ঢাকা নদীবন্দরের সভাপতি সৈয়দ গোলাম মোস্তফা প্রমুখ।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ার আশঙ্কায় ঢাকা নদীবন্দরে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে নৌযান চলাচল শুরু হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button