রাজশাহী বিভাগসারাদেশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের মাঝে ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগল বিতরণ

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের মাঝে ছাগল পালন প্রশিক্ষণ ও ছাগল বিতরণ করা হয়।ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে এবং অগ্রদূত বাংলাদেশ সংস্থার বাস্তবায়নে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী ও সহায়ক সামাউন হক। অনুষ্ঠানে অগ্রদূত বাংলাদেশের সভাপতি আখতারুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান হুমায়ূন রেজা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও উপজেলা
সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অগ্রদূত বাংলাদেশের নিবার্হী পরিচালক ইয়াহিয়া খান রুবেল, জেলা পরিষদ সদস্য
হালিমা বেগম। অতিথিবৃন্দ ২২ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের আয়বর্ধক কাজে ব্যবহারের জন্য প্রত্যেক কে ০১ টি করে ছাগল বিতরণ করেন। উল্লেখ্য যে, সংস্থাটি ২০১৫ সাল থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের
আত্নকর্মসংস্থানের লক্ষে হাঁস-মুরগি,সেলাই মেশিন, ভেড়া পালন প্রশিক্ষণসহ বিনামূল্যে তাদের মাঝে বিতরণ করে আসছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button