খুলনা বিভাগসারাদেশ

নানা আয়োজনে নড়াইল মুক্ত দিবস পালিত

নড়াইল: আজ ১০ ডিসেম্বর নড়াইল হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রæমুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।

দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ নড়াইলের আয়োজনে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, গণকবর এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা ও পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা এসএ মতিন, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন পেশার মানুষ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button