বিজ্ঞান ও প্রযুক্তি

যুক্তরাষ্ট্রেও বন্ধ হচ্ছে টিকটক!

ভারতে অন্যতম জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ হয়ে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পড়েছে চীন। ৫৯টি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। এই অ্যাপগুলোর মধ্যে রয়েছে টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপও।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে হেটে এবার আমেরিকাতেও টিক টিক বন্ধ করার ভাবনা-চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই করোনাভাইরাস সংক্রমণ নিয়ে চীনের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তিনি বারবার অভিযোগ করেছেন যে, চীন ইচ্ছাকৃতভাবেই এই সংক্রমণ নিয়ন্ত্রণ করেনি।

যুক্তরাষ্ট্র ও চীনের সেই বাদানুবাদের প্রভাবেই এবার টিকটক নিষিদ্ধের কথা ভাবছে মার্কিন প্রশাসন।

মঙ্গলবার ‘ব্লুমবার্গ টিভি’তে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমেরিকা তথা গোটা বিশ্বের সঙ্গে চীন এই ভাইরাস নিয়ে যা করেছে, তা অত্যন্ত খারাপ।’

ট্রাম্পের এই মন্তব্যের একদিন আগেই মার্কিন সচিব মাইক পম্পেও বলেন, চরবৃত্তি নিয়ে আশঙ্কা রয়েছে, তাই টিকটকসহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ভাবছে আমেরিকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button