বিজ্ঞান ও প্রযুক্তি

রহস্যময় রেডিও সিগন্যাল আসছে মহাকাশ থেকে

মহাকাশ থেকে রহস্যজনক রেডিও সিগন্যাল আসছে। উত্তর আমেরিকায় দুটি স্পেস টেলিস্কোপের সাহায্যে গত ২৮ এপ্রিল এই সিগন্যাল শনাক্ত করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, আমাদের গ্যালাক্সির অন্য প্রান্তের একটি ম্যাগনেটার থেকে ভেসে আসছে রহস্যময় এই সিগন্যাল।

ম্যাগনেটার স্টার হলো এক ধরনের নিউট্রন তারকা যার শক্তিশালী চৌম্বকক্ষেত্র থেকে উচ্চ শক্তিসম্পন্ন এক্স-রে ও গামা রশ্মি নির্গত হয়।

বিজ্ঞানীরা এই সিগন্যালকে বলছেন ফাস্ট রেডিও বার্স্ট বা এফআরবি। এ ধরনের সিগন্যাল সাধারণত মিলি সেকেন্ড স্থায়ী হয় এবং একবার শোনার পর আর পুনরাবৃত্তি হয় না।

এর আগে মহাকাশ থেকে পৃথিবীতে যেসব এফআরবি ভেসে এসেছে, সেগুলো গ্যালাক্সির বাইরে থেকে আসত বলে জ্যাতির্বিজ্ঞানীরা মনে করতেন। তবে এই প্রথম বিজ্ঞানীরা ঘোষণা দিয়ে জানিয়েছেন, আমাদের গ্যালাক্সির একটি ম্যাগনেটার থেকে ভেসে আসছে রহস্যময় এই সিগন্যাল। এতে করে এফআরবি রহস্যের জট খোলা সহজ হবে বলে মনে করছেন তারা।

সম্প্রতি এ-সংক্রান্ত তিনটি গবেষণাপত্র ব্রিটিশ বিজ্ঞানবিষয়ক সাপ্তাহিক নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রের সহ-লেখক এবং কানাডার ম্যাকগিল ইউনির্ভাসিটির পদার্থ বিভাগের জ্যেষ্ঠ পিএইচডি গবেষক প্রাজ্ঞ চাওলা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button