লিড নিউজ

করোনা: আরও দুই জন শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় আরও দুইজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা দুজনই পুরুষ।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধদিপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক সংবাদ সম্মেলনে এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।
হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ১৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। তারা দুজনই পুরুষ। এদের মধ্যে এক জনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে, আরেক জনের বয়স ৭০ থেকে ৮৯ এর মধ্যে।
তবে ওই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ওই সময়ের মধ্য নতুন করে আইসোলেশনে ৫ জন। বর্তমানে ৭৮ জন আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন। দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ।
এদিক করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
করোনাভাইরাসে বিশ্বের ২০৩টি দেশ এখন পর্যন্ত সাড়ে ৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৪৯ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button