আইন-আদালত

কোয়ারেন্টাইন না মানায় মানিকগঞ্জে জরিমানা

হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বাইরে ঘুরে বেড়ানোয় সাটুরিয়ায় সৌদিপ্রবাসী এক ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

কোয়ারেন্টাইন না মানায় প্রথম জরিমানার ঘটনা এটি। সৌদিপ্রবাসী ওই ব্যক্তির নাম মো. লাল মিয়া। তিনি সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষণ বাড়ি গ্রামের তারামিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৬ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন লাল মিয়া। এরপর তাকে ১৪ দিন হোম কোয়রেন্টাইনে থাকতে বলে উপজেলা প্রশাসন। তিনি সেটা না করে বাইরে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম গিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং আবার হোম কোয়ারেন্টইনে রেখে আসেন।

ইউএনও আশরাফুল আলম বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় তাকে জরিমানা করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button