রংপুর বিভাগসারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাঁধা দানকারীদের শাস্তি দাবীতে জলঢাকায় মানববন্ধন

নীলফামারী জেলা প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ন্য উক্তিকারীদের বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারীর জলঢাকা উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জলঢাকা উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফারের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতির জোটের সাধারন সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, ঘাতক দালাল নির্মুল কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, শতফুল ফুটতে দাও সংস্থার সাধারন সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী মহিলালীগ সভানেত্রী আফরোজা আক্তার রোজী সহ আরো অনেকে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button