শিক্ষাঙ্গন

ডাকসুর উদ্যোগে টিএসসিতে ফ্রি ব্রডব্যান্ড সংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে উচ্চ গতি সম্পন্ন ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর এজিএস (সহসম্পাদক) সাদ্দাম হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর এজিএস বলেন, প্রযুক্তির এই যুগে সব জায়গায় দ্রুত গতির ইন্টারনেট সেবা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে এতদিন ধরে উচ্চগতির ওয়াইফাই সেবা চালু ছিল না। তবে, অতি শিগগরই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উচ্চগতির এই ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ও আমরা নেটওয়ার্কস লিমিটেড সহযোগিতায় টিএসসিতে দ্রুত গতির ইন্টারনেট (ওয়াইফাই) সংযুক্তির কাজ চলছে। প্রথমত, টিএসসির সম্মুখভাগে তিনটি এবং টিএসসি ক্যাফেটেরিয়ায় একটি উন্নত প্রযুক্তির হটস্পট দিয়ে নিরবিচ্ছিন্ন এই ওয়াইফাই সেবা প্রদান করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button