খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় মেয়াদউর্ত্তীন কোমল পানি খেয়ে ভাই-বোনের মৃত্যু

মহম্মদপুর প্রতিনিধি, (মাগুরা) মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে শনিবার সকালে মোঃ শিমুল মোল্যা (১০) নামে এক শিশু কোমল পানিয়ের বিষক্রিয়ায় মারা গেছে। একই সঙ্গে তার বড় বোন মোছা আফরিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। শিমুল বিনোদপুর গ্রামের আরজু মোল্যার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
সদর হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, গতরাতে শিশু শিমুল ও তার বড় বোন ভাত খাবার পর স্থানীয় দোকান থেকে কেনা একটি মেয়াদোত্তীর্ণ কোমল পানিয় সেভেন আপ ভাগ করে পান করে।
রাতে ঘুমানের পর ভোররাতে তাদের পেটেব্যাথা শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে ভোর ৬ টার দিকে শিমুল মারা যায়।
এ সময় গুরুতর অসুস্থ তার বোন আফরিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকালে আফরিনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুঠো ফোনে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানা যায় ফুড পয়জনিং এর কারনে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে , পোস্টমর্টেম ছাড়া বিষয়টি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ।
এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়ের হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button