জাতীয়

মিরপুরে আগুনে দগ্ধ ৩

রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় একই পরিবারের বাবা, মা, ছেলে আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ ভাষানটেক শ্যামল পল্লী আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে গুরুতর অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় ।

দগ্ধরা হলেন জাকির ( ৪০), তার স্ত্রী রানি (৩৫) এবং তাদের সন্তান রিয়াদ হোসেন জিহাদ (১৭)।

প্রতিবেশী দুলাল জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই টিনশেড বাড়িতে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনেরই সারা শরীর পুড়ে গেছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বাসার ভেতরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button