রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : চালক-হেলপারসহ আহত পাঁচ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মালবাহী দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বুধবার (২৫নভেম্বর) সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড ও সিমেন্ট বোঝাই একটি ট্রাক মহাসড়কের উক্ত স্থানে পৌঁছলে বিপরীতমুখি পাথর বোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকগুলোর মধ্যে চাপা পড়ে আহত হন চালক-হেলপারসহ পাঁচজন। পরে এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন-দিনাজপুর জেলার কাঞ্চনডোবা এলাকার মৃত কায়মুদ্দিনের ছেলে কহিরুল ইসলাম (৩০), ঢাকার ধামরাই এলাকার আব্দুর রশিদের ছেলে বাহারম বাদশাহ (২৪)। হাইওয়ে পুলিশের শেরপুর গাড়িদহ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামও এই তথ্য নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button