স্বাস্থ্য

চোখের কর্নিয়ায় সমস্যা

চোখ দিয়ে ভালোভাবে দেখার সবচেয়ে বড় অংশ হলো কর্নিয়া। এটি ঘড়ির কাচের মতোই স্বচ্ছ। কোনো কারণে এটি অস্বচ্ছ হয়ে পড়লে তখন আমরা ঝাপসা দেখি। কর্নিয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন ঘা। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে অন্ধত্বের পঞ্চান্ন শতাংশই হয়ে থাকে কর্নিয়াজনিত কারণে। কৃষকের কর্নিয়ায় ঘা হওয়ার কারণ কৃষিপণ্যের আঘাত। চোখ রক্ষার গ্লাস না পরে লেদ মেশিনে যারা কাজ করেন, তাদের কর্নিয়ায় লোহা ঢুকে ঘা হতে পারে। হারপিস ভাইরাসের কারণে ঘা হতে পারে।

কর্নিয়ায় পানি জমা বা বুলাস কেরাটোপ্যাথির কারণে ঘা হতে পারে। থাইরয়েড বা টিউমারজনিত কারণে চোখ বন্ধ না হওয়ার সমস্যার আরেক কারণ। কর্নিয়ায় স্পর্শ চেতনার অভাব। ব্যাকটেরিয়াজনিত চোখ ওঠা ও আঘাত। নেত্রনালির রোগ থাকা ও সামান্য আঘাত। ফাঙ্গাসজনিত ধানের পাতা বা ওই জাতীয় কিছুর আঘাতে ঘা হতে পারে। এতে চোখ লাল হওয়া, পানি পড়া, আলোভীতি, চোখ খুললে ব্যথা হওয়া, চোখে ময়লা জমা, চোখের ভেতরে পুঁজ জমা, ঝাপসা দেখা, সকালে চোখের ময়লায় চোখ আটকে থাকা, কখনো চোখে আলো ছাড়া কিছুই দেখা না যাওয়া।

এ ধরনের রোগে চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শে অবস্থা অনুযায়ী চোখের ওষুধ অ্যান্টিবায়োটিক, মিড্রিয়াটিক, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল ব্যবহার করতে হবে। ড্রপ ছাড়াও চোখে ইঞ্জেকশন দিতে হয়। ভালো না হলে চোখ বন্ধ করার অস্ত্রোপচার করা। কর্নিয়া সংযোজন করেও চোখ ভালো করা যায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button