লিড নিউজ

করোনায় ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯০

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১২০ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৯০ জন। এতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩,৭৭২ জন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বৈশ্বিকভাবে মৃত্যুর হার তিন শতাংশ। যাদের বয়স বেশি, যারা আগে থেকে অন্য রোগে ভুগছেন, তাদের মৃত্যুঝুঁকি বেশি। তবে উল্লেখ্য গত ২৪ ঘন্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গিয়েছেন ২ জন ।

বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button