লিড নিউজ

বাংলাদেশে করোনার বিস্ফোরণ ঘটেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হলেও করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেনি বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তিন সপ্তাহ পর পর দক্ষিণ এশিয়ায় করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ বাড়লেও করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেনি।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, “দক্ষিণ এশিয়ায় শুধু ভারতই নয় বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য দেশেও জনসংখ্যার ঘনত্ব অনেক। সেখানে করোনার বিস্ফোরণ ঘটেনি। তবে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button