আন্তর্জাতিক

জ্বালানি পাচারের অভিযোগে আরও এক জাহাজ আটকালো ইরান

জ্বালানি পাচারের অভিযোগে ১২ ক্রুসহ নতুন করে আরও একটি জাহাজ আটক করেছে ইরানের কোস্টগার্ড।

শনিবার (৭ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ইরান থেকে দুই লাখ ৮৪ হাজার লিটার ডিজেল পাচারের সময় উপসাগরীয় অঞ্চল থেকে ১২ ক্রুসহ ওই জাহাজটি আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই ফিলিপাইনের নাগরিক। এসব জ্বালানি পাচার হয়ে উপসাগরীয় কোনো দেশে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ভর্তুকি ও দেশীয়  মুদ্রার দরপতনের ফলে ইরান থেকে খুবই শস্তায় জ্বালানি সংগ্রহ করা যায়। এরই সুযোগে নেয় চোরাকারবারীরা। প্রায়ই স্থল বা জলপথে ইরান থেকে জ্বালানি পাচার হয়ে প্রতিবেশী দেশগুলোতে যায়। এটি ঠেকাতে সব সময় সতর্ক তেহরান। এর জেরে প্রায়ই বিভিন্ন জাহাজ ও নৌকা আটক করে তারা।

এর আগেও আগস্টের শুরুতে ৭ লাখ লিটার জ্বালানি পাচারকালে সাত ক্রুসহ আরেকটি বিদেশি জাহাজ আটক করে ইসলামি রেভ্যুলেশন গার্ড বাহিনী (আইআরজিসি)। তারও আগে জুলাই মাসে ১০ লাখ লিটার জ্বালানি পাচারকালে হরমুজ প্রণালী থেকে আরেকটি জাহাজ আটক করে এ বাহিনী।

এ ছাড়াও সাম্প্রতিক সময়ে ইরানি ট্যাংকার আটকের প্রতিক্রিয়ায় স্টেনা ইমপেরো নামে যুক্তরাজ্যেরও একটি জাহাজ আটক করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এ নিয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button