লিড নিউজ

করোনায় দেশে আরো একজনের মৃত্যু, মোট আক্রান্ত ২৪

করোনাভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন।

এছাড়াও নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন বলে জানান মন্ত্রী। এনিয়ে মোট আক্রান্ত্রের সখ্যা দাড়ালো ২৪।

মহামারীর আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। চীনের উহান থেকে ভাইরাসটি ছড়ালেও দেশটিতে নিয়ন্ত্রণে এসেছে করোনা পরিস্থিতি। এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে।

ইউরোপের এই দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে এ যাবৎকালের রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন।

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশিও মারা গেছেন। করোনাভাইরাসে ইতালিতে এটাই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

এদিকে স্থানীয়দের প্রতিবাদের মুখে রাজধানীর দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার খোলার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সরকার নতুন যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে।

করোনাভাইরাসের কারণে শনিবার রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button